কুলাউড়ায় সাদরুলের ২শ’তম রোডশো
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৪, ৫:৫৮:৩৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খানের ২শ’তম রোডশো সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণবাজার, লোহাইউনি চা বাগান, মিশন রোড, শ্রীপুর বাজার ও মাদ্রাসা বাজার এলাকায় ৫২’র ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে তার করা ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে ২শ’তম এ রোডশো সম্পন্ন হয়।
ব্যতিক্রমী এ উদ্যোগের উদ্যোক্তা সাদরুল আহমেদ খান জানান, ২০২১ সাল থেকে বাংলাদেশ সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন চিত্র ভিডিও আকারে তৈরি করে উপজেলার সকল হাটবাজারে ও গ্রাম অঞ্চলে প্রচার করে আসছি। হাটবাজারের রাস্তার মোড়ে বা উঠানে যেখানেই জনসমাগম হতো সেখানেই এই প্রদর্শনী অনুষ্ঠিত হতো।
তিনি জানান, উদ্যোগটি গ্রহণের পর থেকে শেখ কামালের সামরিক জীবন, শেখ হাসিনার উন্নয়ন, আওয়ামী লীগের ইশতেহার, ৭ মার্চের ভাষণ, ২১ ফেব্রুয়ারি ও বঙ্গবন্ধু, মডেল মসজিদ, আশ্রয়ণ প্রকল্প, বাজেট ভাবনা, জাতীয় সংসদের স্থাপত্য, পদ্মা সেতুর সম্ভাবনা, কক্সবাজারের উন্নয়ন প্রকল্প, বঙ্গবন্ধু টানেল ও শেখ মুজিব ঢাকা ম্যারাথনসহ অসংখ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। আরও ভিডিও তৈরি করা হচ্ছে। আগামীতে তা প্রদর্শন করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন বলেন, সাদরুল আমার পার্শ্ববর্তী বরমচাল ইউনিয়নের বাসিন্দা। উনার চিন্তাভাবনা সবসময়ই ব্যতিক্রম।কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী বলেন, সাদরুল জাতীয় সংসদে দীর্ঘদিন কাজ করেছেন। কুলাউড়ার বাসিন্দা হলেও তিনি ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করতেন। সাদরুলের ব্যতিক্রমী এ উদ্যোগ শুরুর পর থেকেই সাধারণ মানুষ তা গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রীর দেওয়া ডিজিটাল বাংলাদেশের সুফল কাজে লাগাচ্ছেন জানিয়ে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপকমিটির সদস্য সাদরুল বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন তৃণমূল মানুষগণই আওয়ামী লীগের প্রাণ। তাই প্রান্তিক মানুষের কাছে সালাম পৌঁছে দোয়া কামনার এই মাধ্যমকে আমি বেছে নিয়েছি।