জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৩
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৪, ৬:০০:৪৭ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় ডিআই পিকআপ ট্রাকের ধাক্কায় দুইটি মোটর সাইকেল দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে একজন মারা যান। চিকিৎসারত অবস্থায় আরো ২ জন মৃত্যুর কোলে ঢলে পড়ে। অপর মোটর সাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সুত্রে জানা যায় ।
নিহত মোটর সাইকেল আরোহীরা হলো, উপজেলার মোকামবাড়ী এলাকার আলাউদ্দিনের ছেলে মো. শিহাব (২০), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯) ও মোকামবাড়ী এলাকার আব্দুল হান্নানের ছেলে পাবেল আহমদ (১৯)। আহত হয়েছে মোকামপুঞ্জি এলাকার খট খাঁশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭)।
পুলিশ সূত্রে জানা যায়, ৫ মার্চ মঙ্গলবার রাত ১০ টায় তামাবিল সড়কে একটি ডিআই পিকআপ বেপরোয়া গতিতে চালিয়ে যাবার পথে শ্রীপুর জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে দুইটি বাইককে সজোরে ধাক্কা মেরে সাইকেলের আরোহীদের ফেলে দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় সাইকেল দুটি। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা যায়।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমরা ছুটে যাই। এক জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে পাই। স্থানীয় মানুষের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। রাতে চিকিৎসারত অবস্থায় আরো দুজন মারা যায়।