রমজানের আগেই সুনামগঞ্জে বাড়ছে পণ্যের দাম
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৪, ৬:০৪:২০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: রমজান আসার আগেই সুনামগঞ্জে হু হু করে বাড়ছে দ্রব্যমূল্যের দাম। সাধারণ মানুষের ক্রয় ক্রমতার বাইরে চলে যাওয়ায় রোজায় পণ্যমূল্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। তারা বলছেন বাজার মনিটরিং না হলে রমজানে অস্থির হয়ে উঠতে পারে।সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার, জেলরোড, জগন্নাথবাড়ী রোড, আড়ৎপট্টি, ওয়েজখালী বাজারের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মাসে ছোলার দাম কেজিতে ৫ থেকে ৬ টাকা বেড়ে ১০০ থেকে ১০৫ টাকায় উঠেছে।
জেল রোড এলাকায় রাজু স্টোরের বিক্রেতা রাজু সরকার বলেন, রমজানের আগেই কিছু পণ্যের দাম বেড়ে যাচ্ছে। চিনির দাম কেজিতে ৫ টাকা বেড়ে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, বেশি দাম দিয়ে কিনতে হয়। তাই আমরা সেই দাম থেকে কিছুটা লাভ করে বিক্রয় করি। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল ৮০০ টাকা দরে বিক্রয় করছি।
এদিকে, ফলের দোকানে গিয়ে দেখা যায় সাধারণ মানের খেজুরসহ বিভিন্ন মানের খেজুর প্রতি কেজি ৬০ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত বেড়ে এখন ১৮০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। খোলা সাদা আটা ৪৫ থেকে ৫৫ টাকা কেজি বিক্রয় হচ্ছে। সরু চাল ৬৫-৭৮ টাকা, মাঝারি চাল ৫৪ থেকে ৬০ টাকা এবং মোটা স্বর্ণা ৫০ থেকে ৫২ টাকা কেজি বিক্রয় হচ্ছে।আড়ৎপট্টি এলাকার পাইকারি বিক্রেতা মখলিছুর রহমান বললেন, চিনি ১১০ টাকা কেজি বিক্রয় করতে হচ্ছে। রমজানকে সামনে রেখে দেশী পেঁয়াজ ৮৫-৮৮ টাকা কেজি দরে বিক্রয় করছি, দেশী রসুন ১১০ থেকে ১২০ টাকা, আলু ২৫ টাকা, চানা ৯৪ টাকা, মশুরী ডাল ১০৫ টাকা এবং বোতলজাত সয়াবিন ৮০০ টাকা (৫ লিটার) দরে বিক্রয় করছি। রমজানকে সামনে রেখে চানা এবং চিনির দাম কেজিতে ৫-৬ টাকা বাড়লেও অন্যান্য নিত্যপণ্য তেমন বাড়েনি।
এদিকে, পবিত্র রমজানের আগে বাজারে ব্রয়লার মুরগির দাম আবারও বাড়তে শুরু করেছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ২১০ থেকে ২২০ টাকা। শহরে বাজার করতে আসা মোহাম্মদ নুর জানান, অটোরিকশা যেভাবে দাম বাড়তে শুরু করেছে রমজানে ভালো কিছু খাওয়া অসম্ভব।রিক্সাচালক আলম জানান, দিনশেষে যা রোজগার করি সওদাপাতি করে পোষায় না। রোজায় কি করব বুঝে উঠতে পারছিনা।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, রমজান এলেই পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করা হয়। এসব অসাধু ব্যবসায়ীদের ধরতে বাজার মনিটরিং করা হবে।