গোয়াইনঘাটে কমিউনিটি মোভিলাইজিং সভা
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৪, ৬:০৬:০৭ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে কমিউনিটি মোভিলাইজিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কমিউনিটি লিডার্সদের সাথে ওয়াল্ডভিশন গোয়াইনঘাট এপির আয়োজনে ছাতারগ্রাম কমিউনিটি ক্লিনিকে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য ও সিসির সভাপতি সোনা মিয়ার সভাপতিত্বে সিএইচ সিপি জসিম উদ্দিন স্বাগত বক্তব্যে ক্লিনিক সেবার বিস্তারিত উপস্থাপন করেন। সভায় সরকারের দেয়া বিনামূল্যে বিভিন্ন সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে কমিউনিটির মানুষদের সচেতন হওয়ার আহব্বান জানান এইচএ ব্রজ কিশোর, ওয়াল্ড ভিশনের মাঠ কর্মী ঝলক। সভায় সিসির বিভিন্ন গ্রুপের সদস্য পরিবার পরিকল্পনার মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।