কুলাউড়ায় যুবকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৪, ৭:৩৮:৩২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সজল বৈদ্য (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে কুলাউড়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হাড়গ্রামের রবীন্দ্র বৈদ্যের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব জানান, বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া রেলস্টেশনে ঢোকার সময় সজল ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, পুলিশ সজলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।