তাহিরপুরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৪, ৭:৩৯:৪১ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে জিরো লাইনে ভারতীয় ট্রাক চাপায় অনন্ত পাল(১০) নামে এক শিশু নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ সুনামগঞ্জে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চারাগাঁও শুল্ক স্টেশনে ঘটনাটি ঘটেছে।
নিহত অনন্ত পাল উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়ন চারাগাও গ্রামের বাসিন্দা উকিল পালের ছেলে ও বাঁশতল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানায়, শুল্ক স্টেশন এলাকা দিয়ে এলসির মাধ্যমে ভারত থেকে কয়লা আমদানি করা হয়। এসময় ট্রাক থেকে কয়লা পড়লে স্থানীয় শিশু কিশোররা পড়ে যাওয়া কয়লা সংগ্রহ করে। এসময় ভারতীয় ট্রাক দিয়ে আসা হামিদ ট্রেডার্সের একটি কয়লাবাহী ট্রাকের নিচ থেকে পড়ে যাওয়া কয়লা সংগ্রহ করতে গেলে ভারতীয় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়।
এসময় উত্তেজিত জনতা ট্রাক আটক করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে লাশ উদ্ধার করে বিকলে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ প্রেরণ করে। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে লিখিত অভিযোগ এখনও পাইনি। নিহতের ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।