জুলফিকার আলী ভুট্টো ন্যায়বিচার পাননি: পাকিস্তানের সুপ্রিম কোর্ট
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৪, ৮:৫০:৪৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: সেনাশাসক জিয়াউল হকের শাসনামলের একটি রাজনৈতিক হত্যাকা- মামলায় পাকিস্তানের তৎকালীন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- দেওয়া হয়। পাকিস্তানের সুপ্রিম কোর্ট বুধবার এক রায়ে বলেছেন, ৪৪ বছর আগের ওই বিচারিক প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল। ভুট্টো ন্যায়বিচার পাননি।
জুলফিকার আলী ভুট্টো পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রতিষ্ঠাতা। তাঁর মেয়ে পাকিস্তানের মরহুম প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো এখন দলটির প্রধান। বেনজির ভুট্টোকে ২০০৭ সালে হত্যা করা হয়। তাঁর হত্যার জন্য কে দায়ী এ নিয়েও রয়েছে ধোঁয়াশা। জেনারেল জিয়াউল হকের সামরিক শাসনামলে একটি বিতর্কিত বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ১৯৭৯ সালে ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়।
প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা রায়ের সরাসরি সম্প্রচারে বলেন, তাঁর নেতৃত্বাধীন নয় সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে এ দিয়েছেন। তিনি বলেন, ‘সুষ্ঠু বিচার এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এর কোনো প্রমাণ আমরা পাইনি।’পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই রায়কে স্বাগত জানিয়েছেন। তাঁর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি একটি ইতিবাচক অগ্রগতি যে, একটি আদালতের করা ভুল আদালতের মাধ্যমেই সংশোধন করা হলো।’
২০১১ সালে বিলাওয়াল ভুট্টো জারদারির বাবা আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট থাকাকালীন একটি বিচারিক রেফারেন্স (পূর্বের দৃষ্টান্ত) আদালতে দাখিল করেছিলেন। এর ভিত্তিতেই সুপ্রিম কোর্ট এ রায় দিলেন। আসিফ আলী জারদারি আবেদনে পিপিপি প্রতিষ্ঠাতাকে দেওয়া মৃত্যুদ-ের রায়ের পুনর্বিবেচনার বিষয়ে শীর্ষ আদালতের মতামত চেয়েছিলেন। রায় ঘোষণার পর বিলাওয়াল ভুট্টো এক্স হ্যান্ডলে এক প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘আমাদের পরিবার এই শব্দগুলো শোনার জন্য তিন প্রজন্ম ধরে অপেক্ষা করে ছিল।’