গাজায় ত্রাণবাহী গাড়ি ঢুকতে বাধা দিচ্ছে ইসরায়েল
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৪, ৮:৫৪:১৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অংশে জরুরি ত্রাণবাহী গাড়ির বহর ঢুকতে বাধা দিচ্ছে দখলদার ইসরায়েল। বুধবার বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, উত্তর গাজায় প্রবেশের আগে একটি ত্রাণবহরে বাধা দিয়েছে ইসরায়েলি সেনারা। ‘দুর্ভিক্ষ এড়াতে’ সেখানে ত্রাণবহরের প্রবেশাধিকার থাকতে হবে বলে জানায় সংস্থাটি।ডব্লিউএফপি জানায়, ১৪টি ট্রাকের ওই খাদ্য ত্রাণবাহী বহরটি দক্ষিণপূর্বাঞ্চলের ওয়াদি গাজা চেকপয়েন্টে তিন ঘণ্টা ধরে অপেক্ষার পর ইসরায়েলি সেনাবাহিনী প্রবেশের অনুমতি না দিয়ে ত্রাণবহর ফিরিয়ে দেয়।
এদিকে আসন্ন রমজান মাস ঘিরে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে দুই দিন ধরে বৈঠক হলেও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। গত রোববার মিশরের রাজধানী কায়রোতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হয়। হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনা চলছে কিন্তু ‘বল ইসরায়েলের কোর্টে’। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধবিরতিতে যেসব বাধা আসছে তা অপ্রতিরোধ্য নয়।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ২০০ জন নিহত হন বলে জানায় ইসরায়েল। এছাড়া প্রায় ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস সদস্যরা। এরপর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩০ হাজার ৬৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে ৭২ হাজারের বেশি।
সূত্র: আল-জাজিরা