নগরীতে বিএসটিআই’র অভিযানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৪, ১০:০০:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের আখালিয়ায় বুধবার মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। জেলা প্রশাসন সিলেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান চালায় তারা। এসময় নতুন বাজারে উৎপাদিত ও মোড়কজাত কৃত বিস্কুট, ব্রেড পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে এবং মানসম্মত লেবেল বিহীন পণ্য বাজারজাতের অপরাধে সানবেস্ট বেকারিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা প্রকৌশলী মরিয়ম এবং মো. আল-আমিন প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।