জকিগঞ্জে বিএসটিআই’র অভিযানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৪, ৮:০০:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের জকিগঞ্জের বিভিন্ন বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা তাসলিম এর নেতৃত্বে বৃহস্পতিবার এ অভিযান চালায় তারা। এসময় বানতেরাপুরে ব্রিকস (ইট) পণ্যের অনুকূলে মান সনদ হালনাগাদ না থাকায় এএইচবি ব্রিকসে ১০ হাজার এবং ব্রিকস (ইট) পণ্যের দৈর্ঘ্য বাংলাদেশ মান অনুযায়ী কম থাকায় মেসার্স ফুলতলী ব্রিকস ফিল্ডে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ব্রিকস (ইট) পণ্যের অনুকূলে মান সনদ হালনাগাদ না থাকায় আটগ্রামে মেসার্স ইস্টার্ন ব্রিকসে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা মো. আল-আমিন প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।