বায়ুদূষণে অসুস্থ ১ কোটি মানুষ
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৪, ৮:১৮:১৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে ২০২৩ সালে এক কোটিরও বেশি মানুষ বায়ুদূষণজনিত বিভিন্ন ধরনের অসুস্থতার জন্য চিকিৎসা নিয়েছেন। বুধবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিল এ তথ্য জানিয়েছে। এই অবস্থায় থাই সরকারকে বায়ুদূষণ রোধে আরও জরুরি ও ব্যাপক পদক্ষেপ নেয়ারও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিবছরের শুরুর দিকে (বিশেষ করে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত) থাই কৃষকেরা প্রচুর পরিমাণ খড়, আখের ছোবড়াসহ বিভিন্ন ধরনের আবর্জনা পোড়ান। এ কারণে দেশটির গ্রামগুলোর তুলনায় শহরগুলোর বাতাসে ২ দশমিক ৫ মাইক্রোমিটারের চেয়ে ছোট আকারের দূষক কণার—যা পার্টিকুলেট ম্যাটার বা পিএম-২ দশমিক ৫ নামেও পরিচিত পরিমাণ অনেক বেড়ে যায়। এই আকারের দূষক কণা মানুষের শ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে রক্তের সঙ্গে মিশে যেতে পারে।
বিষয়টিকে আমলে নিয়ে দ্রুত এ বিষয়টি বন্ধ করার পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়ে ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিল তাদের প্রতিবেদনে বলেছে, ‘জনস্বাস্থ্যের ওপর পার্টিকুলেট ম্যাটার বা পিএম-২ দশমিক ৫ এর প্রভাবের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে। ’
গত সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিল বলেছে, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ডেটা সেন্টার সিস্টেমের তথ্য বলছে, ২০২৩ সালে বায়ুদূষণ সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ১ কোটি ৫ লাখের বেশি। ’ এর ভিত্তিতে এই প্রতিষ্ঠানটি থাই প্রধানমন্ত্রী সেরেথা থাভাইসিনের সরকারের জন্য বেশ কিছু পরামর্শ তুলে ধরেছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত থাইল্যান্ডে অন্তত ১৬ লাখ মানুষ বায়ুদূষণজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। এসব রোগের মধ্যে, ক্রনিক ব্রঙ্কাইটিস, ফুসফুস ক্যানসার, হাঁপানি ও বিভিন্ন ধরনের হৃদ্রোগ উল্লেখযোগ্য।