বড়লেখায় ১৫ অসচ্ছল নারীকে ক্ষুদ্রঋণের চেক বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৪, ৬:০৪:৪৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় আর্ন্তজাতিক নারী দিবস পালন উপলক্ষে শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় র্যালি, আলোচনা সভা, অসচ্ছল নারীদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ প্রকল্পের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, বড়লেখা মহিলা কল্যাণ সমবায় সমিতির সভাপতি রোকসানা বেগম, অপরাজিতা মহিলা সংস্থার সহসভাপতি খালেদা বেগম, যুব মহিলা সমিতির সাধারণ সম্পাদক তাহমিনা বেগম, মহিলা ও যুব সংগঠক শেফালি পাল, ফারজানা বেগম, জয়ীতা অন্বেষণের গত বছরের উপজেলা শ্রেষ্ট্র জয়ীতা ফেরদৌছি আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে আত্ম-কর্মসংস্থানের জন্য উপজেলার ১৫ জন অসচ্ছল প্রশিক্ষিত নারীকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ক্ষুদ্রঋণের সর্বমোট পৌনে চার লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। পরে যুব কিশোরীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।