দোয়ারায় নারী দিবসে র্যালি
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৪, ৬:৪৮:১২ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: ‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনুর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়ব্রত নাগের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম মিনা, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রব্বানী চৌধুরী, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, দোয়ারারাজার থানা (ওসি) তদন্ত শামছুদ্দিন, বিআরডিবি কর্মকর্তা শাহীনুর রহমান, মহিলা বিষয়ক অধিদফতরের প্রতিনিধিত্ব করেন অফিস সহকারী এনামুল হক। এ সময় সমাজের বিভিন্ন পেশার নারী নেত্রী, নারী উদ্যোক্তা সিনিয়র সাংবাদিক বজলুর রহমান, সাংবাদিক হারুনুর রশীদসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।