গোয়াইনঘাটে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৪, ৬:৫২:৩৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকাল ১০টায় পরিষদ চত্বরে জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, থানা পুলিশ, উপজেলা আ’লীগ ও অংগসংগঠন, বিভিন্ন দপ্তর, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
বেলা সাড়ে ১১টায় জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক প্রদান করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি। বেলা ১১টায় হলরুমে ইউএনও সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আসলম, সাধারণ সম্পাদক চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
পরে দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করা হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, শিক্ষকসহ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।