তামাবিল সড়ক যেন মৃত্যুফাঁদ, দুই দিনে নিহত ৪
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৪, ৯:০৫:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-তামাবিল মহাসড়ক যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। যেন কিছুতেই থামছে না দুর্ঘটনা। দুইদিনের ব্যবধানে এ সড়কে প্রাণ গেল ৪ জনের। নিহতদের মধ্যে এক শিশু ও তিন তরুণ রয়েছেন। এরও আগে একই সড়কে ৪ ছাত্রলীগ নেতাকর্মী নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। শুক্রবার দুপুর ১টার দিকে সিলেট-তামাবিল সড়কের হরিপুর এলাকার উমনপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘন্টা সিলেট-তামাবিল সড়ক যানচলাচল বন্ধ থাকে। এ সময় সড়কে যানজট সৃষ্টি হয়।
নিহত শিশুর নাম পরশ (৬)। সে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার সালিহর গ্রামের রাসেল আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, সিলেটের দিকে আসা পর্যটকবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে পর্যটকবাহী বাস দুমড়ে মুচড়ে গেছে। আর ট্রাক রাস্তার পাশে উল্টে গেছে। বাস-ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাক চালক পলাতক রয়েছে।
জানা যায়, গত ৫ মার্চ রাত ১০ টার দিকে সিলেট-তামাবিল সড়কের জাফলং ভ্যালী বোর্ডিং স্কুলের সামনে ডিআই পিকআপের ধাক্কা ৩ জন নিহত হন। তিনজনই মোটরসাইকেলের আরোহী। তারা সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে গল্প করার সময় এ দুর্ঘটনা ঘটে। এরআগে ১৯ জানুয়ারী সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে প্রাইভেটকার খাদে পড়ে ছাত্রলীগের চার নেতাকর্মী নিহত হন।