রোজার আগে গোয়াইনঘাটে নিত্যপণ্যের বাজার অস্থির
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৪, ৮:৪১:১৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: রোজার আগমুহূর্তে এসে গোয়াইনঘাটের বাজারগুলোতে নিত্যপণ্যের দাম লাফিয়ে বাড়ছে। এতে স্বল্প আয়ের মানুষের নাভিশ্বাস উঠছে। একই পণ্যের দাম একেক দোকানী একেকরকম চাচ্ছেন।
গত দুদিনের ব্যবধানে বেড়েছে সবজি, ডিম, পোল্ট্রি মোরগ, পেঁয়াজ, আলু, আদা রসুনসহ নিত্য পণ্যের দাম। আলু ২৫ টাকা থেকে ৩৫, স্থানীয় আলু ৫০, টমেটো ৩০ থেকে ৫০ টাকা, আদা রসুন ১৮০ থেকে ২৫০, পেঁয়াজ ৮৫/৯০ থেকে ১২০, ডিম ফার্মের ৫০ দেশী ৭০ / ৮০ টাকা বিক্রি হচ্ছে। পোল্ট্রি মোরগ ২শ’ থেকে ২৫০, সোনালী প্রতিপিস ৭ শত থেকে ৭৫০ টাকা। মসুর ডাল সর্বনিম্ন ১২০, ছোলা ১২০, চাল সর্বনিম্ন ৪৭/৫০ টাকা কেজি। খেজুর (বস্তার) গত বছর ৭০/৮০ টাকায় বিক্রি হলেও এবার ২০০/২২০, সারী (কার্টুনের) ৩৭০/৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।
শনিবার উপজেলা সদর বাজার ঘুরে দেখা যায় একই পণ্যে ভিন্ন ভিন্ন দামে অর্থাৎ যার কাছ থেকে যত নেওয়া যায় এমনিভাবেই বিক্রি হচ্ছে। উপজেলার বাহিরের বাজারে পণ্যমুল্য আরও বেশি।