ললিতকলা একাডেমীর সনদ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৪, ৭:১৮:১৮ অপরাহ্ন
সিলেটস্থ সহকারী ভারতীয় হাইকমিশনার (ভারপ্রাপ্ত) কুন্তলা কালরা বলেছেন, সুস্থ চর্চার মাধ্যমে জাতি বিকশিত হয়, সুস্থ ধারার সাংস্কৃতিকে এগিয়ে নিতে উচ্চাঙ্গ সংগীতকে লালন করতে হবে। ভারত ও বাংলাদেশ সম্পর্ক নিবিড়ভাবে কাজ করছে। সিলেট ললিতককলা একাডেমী তাঁর উদাহরণ। শিশু কিশোর সংগীতকে এগিয়ে নিয়ে সবাইকে কাজ করার আহবান জানান।শনিবার বিকালে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ নজরুল একাডেমীতে গভঃ রেজিস্টার প্রতিষ্ঠান সিলেট ললিতকলা একাডেমী আয়োজিত বার্ষিক সনদ বিতরণ, সংবর্ধনা প্রদান ও উচ্চাঙ্গ সংগীত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আধ্যাত্মিক নগরী সিলেট। এ অঞ্চলের অসংখ্য মরমী সাধক ও গায়ক আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করছেন। ছোট ছোট সোনামণিদের সংগীত চর্চায় এগিয়ে নিতে সিলেট ললিতকলা একাডেমী কাজ করছে।একাডেমীর অধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য্য এর সভাপতিত্বে ও আদ্রিতা তালুকদার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরশনের মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। উপস্থিত ছিলেন সিলেট জেলা শিশু কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া, ললিতকলা একাডেমী বিদু ভূষণ ভট্টাচার্য সহ শিক্ষার্থী ও অভিভাবক। শেষে অনুষ্ঠানের উদ্বোধক হাই কমিশনার শকুন্তলা কালরা একাডেমীর শতাধিক শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন। বিজ্ঞপ্তি