জামালের মুক্তি দাবিতে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৪, ৭:২২:৪৯ অপরাহ্ন
প্রহসনের নির্বাচন বাতিল ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় নগরীর বন্দরবাজার থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহ কোষাধ্যক্ষ জাকির হোসেন।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো: তাহের ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, ৩৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সেলিম আহমদ সেলু, ১০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমদ, ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী আনছার, বিএনপি নেতা সাহিদুল ইসলাম কাদির, আব্দুস সামাদ সাহেদ, আলী আকবর খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল চৌধুরী উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রজব আহমেদ, খন্দকার মনিরুজ্জামান মনির, সাইফুল আলম কোরেশি, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আব্দুল আমিন, কয়েস আহমেদ, ব্রাজিল বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন, ৭ জানুয়ারির প্রহসনের একদলীয় নির্বাচন বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল সহ সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে অন্যথায় জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে মুক্তি দিতে বাধ্য করা হবে। বিজ্ঞপ্তি