খিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৪, ৫:৫১:২৫ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহবুবা মঞ্জুর তান্নির অন্যত্র বদলি ও সভাপতি দেলওয়ার হোসেন হিরার প্রবাস গমন উপলক্ষে বিদ্যালয়ের হল রুমে সোমবার এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সাংবাদিক এখলাছুর রহমানের সভাপতিত্বে ও মাস্টার সাদিকুর রহমান চৌধুরী পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক্ষা তাহমিনা বেগম, সহকারী শিক্ষিক্ষা নিগার সুলতানা তমা, মাস্টার ময়নুল হক, সওকত আহমেদ চৌধুরী, বিভাস রায়, আমিনুল ইসলাম ও মাহতাব হোসেন মনজু প্রমুখ। সভায় বিদায়ী শিক্ষিকা ও সভাপতিকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য যে সভায় সাংবাদিক এখলাছুর রহমানকে জকিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।