সিকৃবি মাঠে প্রাতঃভ্রমণ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৪, ৭:৪৬:৫৬ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে প্রাতঃভ্রমণ সিলেট’র উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ নিয়ামত উল্লাহ। তিনি বলেন, বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে। খেলাধূলার প্রতি আগ্রহী থাকলে মানসিক প্রসন্নতা বিরাজ করে একমাত্র ক্রীড়া জগত। যে কোন বয়সে খেলাধুলা করা যায়।
এডিশনাল রেজিস্ট্রার মোঃ শাহ আলম এর সভাপতিত্বে এবং সিকৃবি’র সহকারী পরিচালনায় আসরারুল হক এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এডিশনাল রেজিস্ট্রার মোহাম্মদ আতিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, গোলাম মোস্তফা, সিলেট কৃষি ব্শ্বিবিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুল হাসান (১), নির্বাহী প্রকৌশলী আল মামুন আকন্দ, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, জহির চৌধুরী, লিটন, অপু, সহকারী নিরাপত্তা কর্মকর্তা মফিজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি