জুড়ীতে শিশু ধর্ষণকারী কালা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৪, ৫:৪৬:২৪ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণকারী জাহাঙ্গীর আলম কালাকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামের মনই মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা জুড়ী থানার এসআই মোস্তফা কামাল মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে কালার এক সহযোগিকে চিহ্নিত করেন। তার দেয়া তথ্যমতে এলাকাবাসীকে সাথে নিয়ে মনই মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশ-জনতার উপস্থিতি টের পেয়ে ঘরের ছাদে আশ্রয় নিয়ে টিন খুলে পালিয়ে যাবার চেষ্টা করে কালা। এক পর্যায়ে মোস্তফা কামাল তাকে গুলির ভয় দেখান। পরে মই বেয়ে ছাদে উঠে তাকে আটক করে থানায় নিয়ে যান। ধর্ষক কালাকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি বিরাজ করছে। এলাকাবাসী তার ফাঁসির দাবী জানান। জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন বলেন, তার বিরুদ্ধে জুড়ী থানায় দুইটি ধর্ষণ, একটি বলাৎকার ও বিভিন্ন ধারায় ৫ টি মামলা রয়েছে এবং কমলগঞ্জ থানায় আরো একটি মামলা রয়েছে।