ইসরায়েল গাজাকে শিশুদের কবরস্থান বানিয়েছে : এরদোয়ান
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৪, ৮:৫৭:২৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের অনবরত আক্রমণের ফলে অবরুদ্ধ গাজা উপত্যকা এখন শিশু ও নারীদের সবচেয়ে কবরস্থানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ইফতারের সময় দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এটা শুধু আমার কথা না, যারাই সেখানে পরিদর্শনে যাচ্ছে, একই কথা বলছে।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েণি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭২ হাজার ৭৬০। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।
এরদোয়ান বলেন, এমন পরিস্থিতিতেও পবিত্র রমজান মাস পালন করছেন ফিলিস্তিনিরা।ইসরায়েলের ১৭ বছরের দমন-পীড়নে গাজা এখন বিশ্বের সবচেয়ে বড় ‘উন্মুক্ত কারাগারে’ পরিণত হয়েছে। তিনি বলেন, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন একটি হামলাকারী বাহিনী। তাদের নিপীড়ক বলতে কোনো বাধা নেই। ক্ষুধায় মৃত্যু হওয়া ফিলিস্তিনি শিশুদের জন্য ইসরায়েলি কর্মকর্তাদের শাস্তির আওতায় নিয়ে আসা উচিত।