নাইজেরিয়ায় রোজা না রাখায় ১১ জনকে গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৪, ৮:৪৮:০৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ নাইজেরিয়ায় রোজা না রাখায় ১১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কানোতে এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, কানো প্রদশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ। সেখানে ইসলামিক আইন ব্যবস্থা জারি রয়েছে। মঙ্গলবার ১১ জনকে রোজার সময় খেতে দেখায় গ্রেপ্তার করে ইসলামিক পুলিশ। ইসলামিক এই পুলিশকে হিসবাহ বলা হয়। তারা রমজানে বাজার ও রেস্তোরাঁগুলোতে অভিযান চালায়। রোজা ভঙ্গ না করার শর্তে আটককৃতদের মুক্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও একজন নারী।
হিসবাহর মুখপাত্র লয়াল ফাগে বলেন, ‘মঙ্গলবার একজন নারীসহ ১১ জনকে প্রকাশ্যে খাবার খাওয়ার অপরাধে আটক করি আমরা। তারা শহরের একদম কেন্দ্রেই ছিল, সেখানে অনেক মানুষের যাতায়াত।’ তিনি জানান, এমন অভিযান চলবে। তবে অমুসলিমরা এর আওতামুক্ত। লয়াল বলেন, ‘আমার অমুসলিমদের গ্রেপ্তার করি না। তবে যে মুসলিমদের রোজা রাখার কথা ছিল তাদের কাছে রান্না করা খাবার বিক্রি করলে আমরা অমুসলিমদের গ্রেপ্তার করি।’