মৌলভীবাজারে বঙ্গবন্ধুর জাতীয় শিশু দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৪, ৫:৪৪:৫১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, আ’লীগ, যুবলীগ-ছাত্রলীগ, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, জনশক্তি ও কর্মসংস্থান অফিস, পাসপোর্ট অফিস, নিরাপদ খাদ্য অফিস, জেলা পরিবার পরিকল্পনা অফিস, সদর উপজেলা, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, রেড ক্রিসেন্ট, জেলা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার মো: মনজুর রহমান, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার জামাল উদ্দিন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাসিমা ইসরাত ও তাহিয়া তাবাসুম। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।