দুর্নীতি মুক্তকরণ ফোরামের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৪, ৭:৩০:০৬ অপরাহ্ন
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা সিলেট নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের তৃতীয় তলায় অস্থায়ী কার্যালয়ে ১৬ মার্চ শনিবার বাদ তারাবিহ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মির আব্দুল করিম পাখি মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক তারেক আহমদ বিলাস, দপ্তর সম্পাদক শ্রমিক নেতা এম. বরকত আলী, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, আব্দুল মতওয়ালী ফলিক, আমিরুল হোসেন চৌধুরী আমনু, রফিকুল ইসলাম শিতাব, সমাজসেবী আব্দুল গফুর, কয়েছ আহমদ সাগর, সাংবাদিক আব্দুস শহীদ খান সাবের, ইসমত ইবনে ইসহাক সানজিদ, সাবেক ছাত্রনেতা কামরান আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, হেলাল আহমদ চৌধুরী অপু দাশ, রফিকুল ইসলাম, রেজাউল করিম লিটন, যুবনেতা শেখ মোঃ দীপু প্রমুখ।
সভায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর রূহের মাগফেরাত কামনা করা হয়। বিজ্ঞপ্তি