আবারও আইসল্যান্ডে অগ্ন্যুৎপাত
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৪, ৮:৩৮:৩১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: আবার আইসল্যান্ডের আগ্নেয়গিরির লাভা উদগীরণ শুরু জয়েছে। গত তিন মাসে চতুর্থবার এই ঘটনা ঘটল। ইতিমধ্যে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে রাজধানী রেইকজাভিকের ঠিক দক্ষিণে রেকজেনাস উপদ্বীপের গ্রিদাভিক অঞ্চলের আগ্নেয়গিরি থেকে শুরু হয় অগ্নুৎপাত।
আইসল্যান্ডে মোট ৩৩টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। রেকজেনেস উপদ্বীপের আগ্নেয়গিরিটি প্রায় ৮০০ বছর আগে সক্রিয় ছিল এবং কয়েক দশক ধরে অগ্ন্যুৎপাত হয়েছিল। বিজ্ঞানীদের ধারণা, আগ্নেয়গিরিটি আবারও সক্রিয় হয়েছে।কয়েক সপ্তাহ আগে আইসল্যান্ড কর্তৃপক্ষ অগ্নুৎপাতের আশঙ্কা করে সতর্কতা জারি করে। আগ্নেয়গিরির কাছে গ্রিদাভিক ফিশিং টাউন থেকে এর আগেই প্রায় ৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়। বাকিদের সরিয়ে নিতে উদ্ধারকর্মীরা কাজ করছেন।