চীনা প্রতিনিধি দলের কেমুসাস পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৪, ৭:২০:২৯ অপরাহ্ন
ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল ও এডুকেশন কনস্যুলার লিউয়েন ইউই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ডাইরেক্টর ড. ইয়াং হুই গত ১৩ মার্চ দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ পরিদর্শন করেন।
তাদের সাথে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ-এর প্রফেসর ড. মো. শাহাবুল হক। তারা কেমুসাসের সমৃদ্ধ পাঠাগার এবং ভাষাসৈনিক মতিন উদ্দীন আহমদ জাদুঘর পরিদর্শন করেন। সাহিত্য সংসদে প্রতিনিধিদলকে স্বাগত জানান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর সাধারণ সম্পাদক সৈয়দ মবনু।
সাধারণ সম্পাদক তাদেরকে সাথে নিয়ে কেমুসাসের সমৃদ্ধ পাঠাগার এবং কেমুসাস ভাষাসৈনিক মতিন উদ্দীন আহমদ জাদুঘর পরিদর্শন করেন। পাঠাগারে তাদেরকে স্বাগত জানান পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের এবং জাদুঘরে স্বাগত জানান জাদুঘর পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার। এই সময় সংসদের কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সদস্য দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী ও সেলিম আউয়াল। বিজ্ঞপ্তি