সিলেটে আগের দামে বিক্রি হচ্ছে গরুর মাংস
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৪, ১২:৩৫:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সরকার প্রতি কেজি গরুর মাংসের খুচরা মূল্য ৬৬৫ টাকা দরে বিক্রির নির্দেশনা দিলেও সিলেটের বাজারে আগের দামে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও এখনো সরকার নির্ধারিত দাম থেকে বেশী দরে বিক্রি হচ্ছে। একই চিত্র সোনালী মুরগির ক্ষেত্রেও। অন্যান্য পণ্যের দাম নিয়ে বাজার মনিটরিং হলেও মাংসের দামের বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ উধাসীন।
এদিকে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক গেল সপ্তাহে গরুর মাংসের নতুন দাম নির্ধারণ করায় কার্যকর পদক্ষেপ নিতে পারছেনা কৃষি বিপণন অধিদপ্তর। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে বৈঠকও করেছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ। শীঘ্র্ই সিলেট সিটি মেয়র ও কর্মকর্তাদের সাথেও বিষয়টি নিয়ে আলাপের চেষ্টা করছেন তারা।
এ ব্যাপারে সিলেটের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মোঃ হুমায়ুন কবির দৈনিক জালালাবাদকে বলেন, কৃষি বিপণন অধিদপ্তর ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে। এরমধ্যে গরুর মাংসের কেজি ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গেল সপ্তাহে সিলেট সিটি কর্পোরেশন গরুর মাংসের দাম ৭৫০ টাকা নির্ধারণ করা হয়। আমি এ ব্যাপারে জেলা প্রশাসন ও সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। শীঘ্রই এ ব্যাপারে কার্যকর সিদ্ধান্ত নেয়া হবে।