শাহপরাণে ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৪, ৮:২৬:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে দুই হাজার ইয়াবাসহ এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া ১২টায় মহানগরীর শাহপরাণ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো.নজরুল ইসলাম (৫৫) সিলেটের জকিগঞ্জ উপজেলার মৌলভীরচক গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সোয়া ১২টায় শাহপরাণ (রহঃ) থানাধীন সৈয়দপুরস্থ মুকাররমাতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার নিচতলায় মকসুদ মিয়ার ভাড়া বাসার নীচতলায় পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার শয়ন কক্ষে থাকা ষ্টীলের লকারের ভেতর থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদক বিক্রয়লব্ধ ৭ হাজার ৪২০ টাকা ও একটি স্মার্ট ফোন ও বাটন ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।