মহানগর ইমাম সমিতির ফিতরা বিষয়ক সেমিনার বুধবার
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৪, ৯:০১:২২ অপরাহ্ন
বাংলাদেশ জতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারো ‘দারিদ্র বিমোচনে যাকাত-ফিৎরার ভূমিকা ও স্থানীয় ভাবে ফিতরার পরিমাণ নির্ধারণ’ শীর্ষক সেমিনার ২০ মার্চ মোতাবেক ৯ রমজান বুধবার বাদ যোহর সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনের ৬ষ্ঠ তলাস্থ হলরুমে অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ পরিচালক ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির মহাসচিব শাহ নজরুল ইসলাম। এছাড়াও দাওরায়ে হাদীস ও কামিল মাদরাসার মুফতিয়ানে কেরাম সহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
দারিদ্র বিমোচনে যাকাত-ফিৎরার ভূমিকা ও স্থানীয় ভাবে ফিতরার পরিমাণ নির্ধারণ শীর্ষক সেমিনারে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আনুরোধ জানিয়েছেন শাখা সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব ও সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি