জকিগঞ্জে জাবেদের সমর্থনে ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৪, ৭:১২:৩৩ অপরাহ্ন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা পরিষদের সাবেক-ভাইস চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর গোলাম রোকবানী চৌধুরী জাবেদের সমর্থনে জকিগঞ্জে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির জকিগঞ্জ উপজেলা উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গণসংযোগ পরবর্তী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার ছাত্রশিবির সভাপতি নাজির আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বক্কর ছিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা কাজী জালাল উদ্দীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমির, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা ছরওয়ার হোসেন, উপজেলা উত্তর শিবিরের সভাপতি ইউসুফ সিদ্দিক চৌধুরী, সেক্রেটারি রাহী চৌধুরী, সাবেক ছাত্রনেতা আখতার হোসেন রাজন, এম ইউ শাহীন, তাওহীদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি