স্বেচ্ছাসেবকদল নেতা খান জামালের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৪, ৭:২৬:১১ অপরাহ্ন
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল গত মঙ্গলবার বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারা ফটকে তাকে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন রাজনীতিক সহকর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে ও শুভেচ্ছা জানান।
পরে কারা ফটক থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে আব্দুল আহাদ খান জামালকে নিয়ে তার বাড়ী যান সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম ফারুক, শহীদ আহমদ চেয়ারম্যান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা বিএনপির সাবেক সহ কোষাধ্যক্ষ জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আবু আহমদ আনসারী, দেলোয়ার হোসেন, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আবু সালেহ মোঃ তাহের, আব্দুর রউফ, টিটন মল্লিক, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ, জাহাঙ্গীর মিয়া, সদ্য কারামুক্ত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, বিএনপি নেতা মাহবুবুর রহমান মন্তাজ, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত, রজব আহমদ, ওসমান গনী মস্তফা ইসহাক, এনামুল কবীর, সুবেল আহমদ, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু প্রমুখ। বিজ্ঞপ্তি