মক্কায় আহত বাংলাদেশির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৪, ৭:৫৬:৪৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সৌদি আরবের মক্কায় সড়ক দুঘটনায় বোরহান উদ্দিন নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে দেশটির কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি মক্কা নগরীর চারুর হজ এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন বোরহান উদ্দিন। পথে একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কিং আবদুল আজিজ হাসপাতালে ভর্তি করে স্থানীয় পুলিশ। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান। বোরহান উদ্দিনের গ্রামের বাড়ি কক্সবাজার জেলা সদর উপজেলার পোকখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দেশটির স্থানীয় একটি সরকারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে তার মরদেহ।