জৈন্তাপুরে ফের সড়কে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৪, ৮:৫৭:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় ফের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানায় নিহত ব্যাক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ৮ টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের হযরত শাহজালাল (রহ.) কলেজ গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, কিছুদিন যাবৎ লোকটি কলেজগেট সংলগ্ন একটি যাত্রী ছাউনিতে অবস্থান করে আসছিলো। তার কোন পরিচয় পাওয়া যায় নি। মঙ্গলবার সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি ডিআই পিকআপ তাকে ধাক্কা মেরে চলে যায়। এ সময় নিহত ব্যক্তি ৮/১০ ফুট দূরে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (পিপিএম) বলেন পিকআপ গাড়ীটি নিহত ব্যাক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যায় তা আটক করা সম্ভব হয় নি। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি দুর্ঘটনা স্থলে অবস্থান করছিলেন বলে নিশ্চিত করেন।
এরআগে সোমবার দুপুরে সিলেট-তামাবিল সড়কের পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে হরিপুরগামী গরুবাহী মিনি ট্রাকের ধাক্কায় ৬ জন নিহত হন। এ ঘটনায় মঙ্গলবার সকাল থেকে সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কে অবরোধ কর্মসুচি পালন করেন স্থানীয়রা। এই মহাসড়কে ঘন ঘন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদ ও মানুষের নিরাপত্তা ও নিরাপদ সড়কের বাস্তবায়নে জৈন্তাপুর উপজেলার প্রবেশ পথ জৈন্তিয়া গেইট ঘাটেরচটি এলাকায় শত শত মানুষ এই কর্মসূচি পালন করেন।