ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৪, ৭:০৪:৩৪ অপরাহ্ন
সিলেট জেলা বারের আইনজীবি, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পবিত্র মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। এই মাস হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। ইসলামের সকল বিধান শুধু মুসলমান নয়, গোটা মানবজাতির জন্য কল্যাণকর। মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক জীবন পরিচালনার শপথ নিতে হবে। ইসলাম মানবাধিকার, সাম্য ও ন্যয় বিচার প্রতিষ্ঠার কথা বলে। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবিদের কাজ করার শপথ নিতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত হবে।
তিনি বলেন, আমাদের আইনজীবীদের পেশাগত নৈতিক মান, আদর্শিক মূল্যবোধ, চারিত্রিক গুণাবলী ও সুন্দর চরিত্র এই সমাজকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারে। সমাজকে সঠিক গাইডলাইন দিতে নৈতিকতাসম্পন্ন আইনজীবীদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। আমাদের প্রিয় বাংলাদেশ আজ গভীর সঙ্কটে। এখানে গণতন্ত্র নেই, সুশাসন নেই, বিরোধী মতের উপর জুলুম-নিপীড়ন চলছে। শুধু বাংলাদেশ নয়, ফিলিস্তিনে আমাদের ভাই-বোনেরা ক্ষত-বিক্ষত হচ্ছে। সেখানে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট বর্বরতা চালানো হচ্ছে। লক্ষ লক্ষ টন বোমা ফেলে পুরো ফিলিস্তিনকে ধ্বংসস্তুপে পরিণত করা হয়েছে। তাদের জন্য বেশী বেশী করে দোয়া করতে হবে। দেশের আইন অঙ্গনে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বুধবার সিলেট জেলা বারের ২নং হলে অনুষ্ঠিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত মাহে রমজান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কাউন্সিলের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট মহানগর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম, উপদেষ্টা মাওলানা সোহেল আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা সিলেটের অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।
অন্যান্যের বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট শাখার সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট শাখা সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট শাখার যুগ্ম সম্পাদক এডভোকেট জামিল আহমদ রাজু, ল’ইয়ার্স কাউন্সিল সিলেট শাখার যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: সফিকুল ইসলাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট শাখার সহকারী সেক্রেটারী এডভোকেট দেলোয়ার হোসেন শামীম।
মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট জোহরা জেসমিন, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট সলমান উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট মোমিনুর রহমান টিটু, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট এডভোকেট সাইফুর রহমান, জেলা বারের লাইব্রেরী সম্পাদক এডভোকেট মেহেদি হাসান সজল, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট এজাজ উদ্দিন ও এডভোকেট মতিউর রহমান, সাবেক লাইব্রেরি সম্পাদক এডভোকেট তানভীর আক্তার খান, সাবেক সহ-সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, সাবেক নির্বাচন কর্মকর্তা এডভোকেট কামরুজ্জামান, জেলা বারের সহ সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল কাদির, সাবেক সহ-সম্পাদক এডভোকেট রবিউল ইসলাম, এডভোকেট রেদওয়ানুল ইসলাম, এডভোকেট আবুল কালাম, এডভোকেট সিরাজুল ইসলাম ফটিক, এডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, এডভোকেট তাজ রিহান জামান, এডভোকেট মিজানুর রহমান, এডভোকেট কানন আলম, এডভোকেট ওহিদুর রহমান চৌধুরী, এডভোকেট জুনেদ আহমদ, এডভোকেট ইয়াসীন খান, এডভোকেট মোস্তাফিজুর রহমান, এডভোকেট নাজমুল হুদা, এডভোকেট নাজমুল ইসলাম, এডভোকেট কাজী আতিকুল হক, এডভোকেট আব্দুল গাফফার, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট আবজল মিয়া তালুকদার, এডভোকেট সালেহ আহমদ, এডভোকেট ইয়ামীন চৌধুরী, এডভোকেট সাহেদ আহমদ, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এডভোকেট মোশতাক আহমদ, এডভোকেট মওদুদ ত্বকী বান্না, এডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী ওলী, এডভোকেট মুমিনুজ্জামান, এডভোকেট মাহবুবুর রহমান প্রমূখ।