সিলেটে ৭ মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৪, ৭:৩১:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ছিনতাই, চুরি, মাদক ও অস্ত্র মামলাসহ সাত মামলার আসামী আদহাম আহমদ ওরফে আদাম ওরফে ইব্রাহিম (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় আম্বরখানা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আম্বরখানা পয়েন্ট থেকে এয়ারপোর্ট থানার মজুমদারী এলাকার সালমান আহমদ প্রকাশ বুদুর ছেলে চৌকিদেখি এলাকার কুখ্যাত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী আদহাম আহমদ ওরফে আদাম ওরফে ইব্রাহিমকে করা হয়েছে। তার বিরুদ্ধে ছিনতাই, চুরি, মাদক ও ধারালো অস্ত্রসহ আক্রমণ করে জখম করা সহ বিভিন্ন ধরণের অপরাধে বিভিন্ন থানায় মোট ৭টি মামলা রয়েছে। এরমধ্যে তাকে একটি মামলা থেকে আদালত অব্যাহতি প্রদান করেছেন। এছাড়াও বাকি ৬টি মামলায় তার নামে অভিযোগ রয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এসএমপির মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।