মূল্য নির্ধারণ করেই দায় শেষ নিত্যপণ্যের দাম বাড়ছেই
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৪, ৭:৫৩:৪৩ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : দিনদিন বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। গত সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ২৯টি পণ্যের মূল্য বেঁধে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। তবে এর সপ্তাহ পার হলেও তা বাজারে কার্যকর করা যায়নি। এদিকে নতুন করে বেড়েছে প্রায় সব পণ্যের দাম। অস্থির চালের বাজার।শনিবার বাজার ঘুরে দেখা গেছে, বাজারে নতুন চাল, মুরগি ও পেঁয়াজের দাম বেড়েছে। একদিনের ব্যবধানে ১০ থেকে ১৫ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। কেজিতে ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। হঠাৎ করেই বস্তাপ্রতি ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। রমজানের এই সময়ে চালের চাহিদা কম থাকলেও বেড়েছে চালের দাম।
সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস। খাসির মাংস বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১ হাজার ১০০ টাকায়। মাছের বাজারও ঊর্ধ্বমুখী। ভরা মৌসুমে দাম বেশি থাকলেও মওসুমে শেষে নিম্নমুখী সবজির দর। তবে লেবু, বেগুণ ও শসা বিক্রি হচ্ছে চড়া দামে। দাম নির্ধারণ করে দেওয়া হলেও তাতে পাত্তা দিচ্ছে না বিক্রেতারা। একইসঙ্গে নির্ধারিত মূল্য বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি।
দাম বৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীরা অবশ্য দায়ী করছেন পাইকারদের। রিকাবীবাজারের এক চাল ব্যবসায়ী বলেন, ‘কেন বাড়তাছে হেরা আমাদের কিছু বলতেছে না, কয় মোকামে দাম বেশি।’ একই অভিযোগ পেঁয়াজ বিক্রেতাদেরও; তারা বলছেন, গত পরশুদিনও পেঁয়াজ ৬৫ টাকা করে বিক্রি করেছেন তারা তবে গতকাল পেঁয়াজের কিনতে হয়েছে ৭০ টাকায়।