পানি দিবসে এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের র্যালি
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৪, ৭:৩০:২৯ অপরাহ্ন
বিশুদ্ধ পানি কেবল শুধুমাত্র একটি মৌলিক প্রয়োজনীয়তা নয়, বরং সবার জন্য একটি মৌলিক অধিকার। নিরাপদ পানি একটি মৌলিক অধিকার, শুধু জীবনের প্রয়োজনেরও নয়, পৃথিবীসহ জীব জগতের জন্য নিরাপদ পানি এর চেয়েও বেশি কিছু। যখন মানুষ নিরাপদ পানি পায় তখন তাদের কাজের পরিবেশ, বেঁচে থাকার অবলম্বন, স্বাস্থ্য, শিক্ষা এবং সার্বিক জীবনযাত্রার মান উন্নত হয়।
শনিবার নিরাপদ পানির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক কুলাউড়া উপজেলার রাউতগাও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও বাজার, কাদিপুর মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, কুলাউড়া গাজীপুর চা বাগান ও ভূকশিমইল দারুল উলুম আলীম মাদ্রাসা ও তদসংলগ্ন এলাকায় বর্ণাঢ্য র্যালী আলোচনা, মাইকিং ও পথসভার আয়োজন করা হয়।বর্ণাঢ্য র্যালী ও আলোচনায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, ছাত্রছাত্রী বিভিন্ন পেশা শ্রেণীর জনগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক কুলাউড়ায় জিওবি-ইউনিসেফ টিএ প্রকল্পের আওতায় ইউনিসেফের সহায়তায় নিরাপদ পানি, পানির উৎস রক্ষনাবেক্ষণ-প্রশিক্ষণ, বিশুদ্ধ পানির ব্যবহারের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে এবং উন্নত স্যানিটেশন ও হাইজিন প্রমোশনে কাজ করছে। বিজ্ঞপ্তি