বিমানবন্দর থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ইফতার
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৪, ৫:৪৩:৪৩ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ বলেছেন, মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে নিজেকে মুত্তাকি হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। আমরা আর্তমানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আমরা সমাজে ধনী-গরীবের বৈষম্য দূর করতে চাই। সমাজের সকল স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। তাহলে শ্রমজীবি মানুষ তাদের অধিকার ফিরে পাবে।
তিনি রোববার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন বিমানবন্দর থানা রিক্সা ও রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন আয়োজিত মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ফেডারেশনের বিমানবন্দর থানা রিক্সা ও রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফরিদ আহমদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আব্দুল রহমান সুমনের পরিচালনায় নগরীর বনকলাপাড়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের মহানগর সহ সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর ট্রেড ইউনিয়নের সহ-সভাপতি আলফু মিয়া, শ্রমিক নেতা সোহেল আহমদ, তোহা মিয়া, জমির আলী, মন্নান মিয়া, তৌহিদ আহমেদ ও সুজন প্রমূখ। বিজ্ঞপ্তি