জগন্নাথপুরে গণহত্যা দিবস উপলক্ষে সভা
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৪, ৮:৩১:০৪ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভয়াল সেই ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে ও এলজিইডি অফিসের ধীরেন্দ্র সূত্র ধর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভ্ঞূা, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুদ্দিন খান, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পরাগ হায়দার, উপজেলা সহকারী পরিবার-পরিকল্পনা কর্মকর্তা জ্যোতিষ চন্দ্র দাস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, সাংবাদিক শংকর রায়, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাইফুল ইসলাম রিপন, উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক উনু মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সমাজকর্মী আজিজ মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।