শাহজালাল জামেয়ায় ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৪, ৭:০৭:৩৯ অপরাহ্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-প্রাক্তন শিক্ষাথী প্রীতি সমাবেশ ও ইফতার মাহফিল ২৬ মার্চ মঙ্গলবার জামেয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।মহান স্বাধীনতা দিবসের পড়ন্ত বিকেলে শতশত সাবেক শিক্ষার্থীদের পদভারে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। সাবেক শিক্ষার্থীরা শিক্ষক ও সহপাঠীদের এক সাথে পেয়ে অভূতপূর্ব আনন্দ আড্ডায় মেতে উঠেন। ১৯৭৮ থেকে সকল ব্যাচের শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রীতি সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ভাইস প্রিন্সিপাল আব্দুশ শাকুর। বিশেষ অতিথি হিসেবে দারসে কুরআন পেশ করেন সাবেক শিক্ষক, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, সাবেক শিক্ষক টিটি কলেজের অধ্যক্ষ ড. হাসমত উল্লাহ, ১৯৮৫ ব্যচের শিক্ষার্থী সমাজসেবী আব্দুল ওয়াছেহ জুবের, ১৯৮৫ ব্যাচের ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মুহাম্মাদ মুহিব আলী। সাবেক শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াস আলী, এখলাছুর রহমান,মাওলানা আব্দুল জলিল, এনামুল হক। ইসলামী সংগীত পরিবেশন করেন সাবেক শিক্ষার্থী শাহরিয়ার হোসেন রাজি। বিজ্ঞপ্তি।