মোরগের ডাকে বিরক্ত সচিব, প্রতিবেশীকে হুমকি
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৪, ৮:০০:১৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: মোরগের ডাকে বিরক্ত হয়ে সর্বশেষ রেলপথ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন প্রতিবেশীকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটিতে এমন ঘটনা ঘটে।
মাহবুব কবির মিলনের ওই প্রতিবেশী বলেন, ‘গত ১৮ মার্চ এক ব্যক্তি আমার কাছে এসে বলেন, সচিব সাহেব (মাহবুব কবির মিলন) আপনার মোবাইল নম্বর চেয়েছেন। আমি নম্বর না দিয়ে তার কাছ থেকে সচিব সাহেবের নম্বর নিয়ে নিজেই ফোন দিই। তিনি ফোন রিসিভ করে বলেন, ছাদে কি মুরগির ফার্ম করেছেন? আমি বলি ফার্ম নয়, পাখির খাঁচা বানিয়েছিলাম। সেখানে এখন পাখি নেই। বাচ্চারা গ্রাম থেকে পাঁচটা মুরগি এনেছে, তার মধ্যে একটা মোরগ আছে। তিনি বললেন, মোরগ ডাকাডাকি করলে তো এলাকাটা গ্রাম আর খ্যাত হয়ে গেল! আমি তাকে বলি, এই এলাকায় অনেকেই মোরগ-মুরগি পালে। তিনি বলেন, আমি সবাইকে বলবো এসব সরাতে হবে, না হলে পুলিশের আশ্রয় নেব।’
হুমকির পর মাহবুব কবিরের প্রতিবেশী উপায়ান্তর না পেয়ে মোরগটি জবাই করে ফেলেন। কিন্তু মুরগিগুলো রাখেন। এর দুদিন পর আবারও বাসায় লোক পাঠান মো. মাহবুব কবির মিলন। বলেন মুরগি পালন পুরোপুরি বন্ধ করতে হবে। একই ধরনের অভিযোগ করেন মাহবুব কবিরের আরেক প্রতিবেশী। তিনি বলেন, সচিব সাহেব বাসায় সোসাইটির লোক পাঠান। তারা বলে গেছেন, ছাদে কোনো মোরগ-মুরগি পালা যাবে না। এগুলো সরাতে হবে।অভিযোগের বিষয়ে মাহবুব কবির মিলন বলেন, ‘আমার পাশের কয়েকটি বাসায় মোরগ-মুরগি পালে। মোরগের ডাকে সারারাত ঘুমাতে পারি না। বিশেষ করে শেষরাত থেকে দিনের মধ্যভাগ পর্যন্ত। এই শব্দ দূষণে ফজরের নামাজের পর আর ঘুমানো যায় না।’
তিনি আরও বলেন, ‘৩/৪টি বিল্ডিংয়ে রাতে একসঙ্গে কয়েকটি মোরগ ডাকলে শব্দ দূষণের কী ভয়াবহ রূপ হতে পারে তা সহজেই অনুমেয়। তাই সব বাসায় লোক পাঠিয়ে অনুরোধ জানিয়েছিলাম মোরগ না পালার জন্য। এক বাসায় আপত্তি জানালে বলেছি, তাহলে থানায় জিডি করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। কারণ এটা তো শহর, গ্রাম নয়। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা।’