মহাজনপট্টি থেকে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৪, ৭:৪১:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে মাদক ট্যাবলেট ইয়াবার বড় চালান জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নগরের মহাজনপট্টি এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় নগদ ১ লাখ ১৫ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতারও করে হয়।
গ্রেফতারকৃতরা হলো- কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া লামাপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে মো. কাউসার আহমদ (৩২) ও একই উপজেলার পাড়–য়া বদিকোনার আব্দুল হামিদ ছেলে নিজাম উদ্দিন (৪২)। তার দু’জন নগরীর মহাজনপট্টিস্থ হিরামন মার্কেটের পূর্ব পার্শ্বে সিরাজ মিয়ার কলোনীর বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের মহাজনপট্টিস্থ হিরামন মার্কেটের পূর্ব পার্শ্বে সিরাজ মিয়ার কলোনীর ৬নং কক্ষে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া কাউসার আহমদ ও নিজাম উদ্দিন নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সিলেট শহরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।