জমিয়তের আজমতে সাহাবা কনফারেন্স অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৪, ৭:২৯:৩৩ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের উদ্যোগে আজমতে সাহাবা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় সিলেটের দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মাওলানা আলী আহমদ, সহ-প্রচার সম্পাদনা মাওলানা ফরহাদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফাসসিরে কুরআন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী।
মাওলানা ওলিপুরী বলেন, সাহাবায়ে কেরাম ঈমান ও আমলের ক্ষেত্রে আমাদের আদর্শ। আল্লাহ কুরআনে তাঁদের প্রতি চিরসন্তুষ্টির ঘোষণা দিয়ে তাঁদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি বলেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলাম আমাদের কাছে পৌঁছেছে। তাঁদেরকে সমালোচনার পাত্র বানানোর অর্থ হচ্ছে কুরআন ও হাদীসের বর্ণনাকে প্রশ্নবিদ্ধ করা। প্রকৃত ঈমানদার কখনো সাহাবীদের সমালোচনা করতে পারে না।
কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল খালিক শায়খে চাক্তা, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল মতিন নাদিয়া, মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জি, মাওলানা আসরারুল হক, মাওলানা আসআদ উদ্দীন আল মাহমুদ, শামসুদ্দিন বানিগ্রামী, মাওলানা আব্দুল মতিন নবিগঞ্জি, মাওলানা কাজি আমিন উদ্দীন, মাওলানা আব্দুন নুর মোস্তফা, মাওলানা আব্দুল খালিক কাসিমী, মাওলানা মাহফুজ আহমদ কাসিমী, মাওলানা ফারুক আহমদ বারঠাকুরী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আব্দুল করীম, মাওলানা জাহিদ আহমদ, মাওলানা নুর আহমদ কাসিমী, মাওলানা আব্দুল হক কাসিমী প্রমুখ। বিজ্ঞপ্তি