জগন্নাথপুর ইসলামিক একাডেমির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৪, ৭:৩৯:৩৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথপুর ইসলামিক একাডেমির উদ্যোগে বদর দিবস উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার একাডেমি ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর ইসলামিক একাডেমির অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন জালালী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আনজুমানে আল ইসলাহ এর সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আজমল হোসেন মিঠু, ব্যবসায়ী ওয়াহিদ খান, একাডেমির পরিচালক জিল্লুর রহমান, ইলিয়াছ উদ্দিন, কবির আহমদ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা কামরুল ইসলাম, হাফিজ আজহারুল ইসলাম প্রমূখ। এতে একাডেমির কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।