জৈন্তিয়া কেন্দ্রীয় গণ পরিষদের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৪, ৭:৪০:৫৫ অপরাহ্ন
বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদ এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি লাল মোহন দেব এর সভাপতিত্বে ও এডভোকেট আল-আসলাম মুমিন ও মহি উদ্দিন মহির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী।
উপস্থিত ছিলেন সহ সভাপতি এডভোকেট ছয়ফুল আলম-জৈন্তাপুর, এডভোকেট এখলাছুর রহমান-কানাইঘাট, মুহিবুর রহমান মেম-জৈন্তাপুর, খলিলুর রহমান জীবন-জৈন্তাপুর, এডভোকেট কামাল হোসেন-কোম্পানীগঞ্জ, জামাল উদ্দিন-কানাইঘাট, জালাল উদ্দিন-জৈন্তাপুর, উপাধ্যক্ষ শাহেদ আহমদ- জৈন্তাপুর, এডভোকেট ফখরুল হক-কানাইঘাট, আলী আকবর-কোম্পানীগঞ্জ, বাবুল হোসেন-কানাইঘাট, সাইফুল ইসলাম-কোম্পানীগঞ্জ, খোদেজা রহিম কলি-গোয়াইনঘাট, আলিম উজ্জামান-কোম্পানীগঞ্জ ও বাবুল আহমদ কানাইঘাট, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম-কানাইঘাট, সিরাজুল ইসমাম- জৈন্তাপুর, আলতাফ হোসেন বিলাল- জৈন্তাপুর, এডভোকেট তাজ উদ্দিন মাখন- কানাইঘাট, শামসুজ্জামান দুলন- কোম্পানীগঞ্জ, মনজুর আহমদ- কানাইঘাট ও দুলাল আহমদ- কোম্পানীগঞ্জ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল-আসলাম মুমিন- গোয়াইনঘাট, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট সিরাজুল হক- গোয়াইনঘাট, আ.স.ম সাইফুল- জৈন্তাপুর, জহির রায়হান- জৈন্তাপুর, নাজমুল হক হেলাল- কোম্পানীগঞ্জ, দেলোয়ার হোসেন- কানাইঘাট, জয়নুল আবেদীন জনি- কোম্পানীগঞ্জ, আহবাবুর রশিদ চৌধুরী লিমন,- কানাইঘাট, পলিনা রহমান, ভাইস চেয়ারম্যান জৈন্তাপুর, সাংবাদিক মনজুর আহমদ- গোয়াইনঘাট, এডভোকেট শাহজাহান চৌধুরী- কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট, দপ্তর সম্পাদক- সাংবাদিক আবুল হোসেন- গোয়াইনঘাট, সহ দপ্তর সম্পাদক- সোলাইমান আহমদ- কানাইঘাট। ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম গোয়াইনঘাটী। বিজ্ঞপ্তি