সদর অটো রাইছমিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৪, ৭:২৩:৩০ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধীন সিলেট সদর অটো রাইছমিল ড্রাইভার শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট-১৮১৯) এর আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নগরীর শেখঘাট এলাকায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেডারেশনের মহানগর প্রচার ও ট্রেড বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ দিলশাদ মিয়া।
সদর অটো রাইছমিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে ও সহ সভাপতি সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেডারেশনের সিলেট মহানগর ট্রেড ইউনিয়ন থানা ২ অর্থ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন বাদল এবং মহানগর ট্রেড ইউনিয়ন থানা ২-এর সাংগঠনিক সম্পাদক ও মহানগর চার কয়েল শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসাইন আহমদ। মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শ্রমিক নেতা মোঃ তাজুল ইসলাম। মাহফিলে বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলে সদর অটোরাইছ মিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শ্রমিক নেতা মরহুম হাছন আলীর মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি