লাইলাতুল কদর অধিক সওয়াব অর্জনের সহজ পন্থা : মাওঃ দিলাওয়ার
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৪, ৭:২৮:৩৭ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, লাইলাতুল কদর অধিক সওয়াব অর্জনের সহজ পন্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সূরা কদরের তৃতীয় আয়াতে কারীমায় জানিয়ে দিয়েছেন যে, ‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ, এক রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম। আর হাজার মাসে তিরাশি বছর চার মাস হয়। উম্মতে মুহাম্মাদিয়ার উপর কত বড় আল্লাহর অনুগ্রহ যে, তিনি তাকে তার সংক্ষিপ্ত আয়ুষ্কালে অধিক সওয়াব অর্জন করার সহজ পন্থা দান করেছেন। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে কেউ ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রিতে সালাত আদায় করতে দাঁড়াবে তার পূর্ববর্তী সমস্ত গোনাহ ক্ষমা করে দেয়া হবে।’
তিনি শুক্রবার রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী আহমদপুর হাজী নক্বি আলী (র.) জামে মসজিদ আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মসজিদের মোতাওয়াল্লী খন্দকার মাহবুব হোসেন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন আলেমেদ্বীন ক্বারী মুফতি সুহাইল রাহমানী।
মসজিদ কমিটির সেক্রেটারি নুরুলদীন মিয়ার পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সোলায়মান হোসাইন ও শিক্ষানুরাগী আব্দুল্লাহ আল মাহমুদ। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন শাকিল আহমদ, সাজু মিয়া, নাজু আহমদ, পারভেজ মিয়া, ইমন আহমদ, মিজান আহমদ, আজির মিয়া, মাহবুব আহমদ ও ইমাদ আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার আরও বলেন, তাকওয়া শক্তি অর্জন করার ব্যাপারে সিয়ামের একটা বিশেষ ভূমিকা বিদ্যমান। কেননা, সিয়ামের মাধ্যমে প্রবৃত্তির তাড়না নিয়ন্ত্রণ করার ব্যাপারে বিশেষ শক্তি অর্জিত হয়। প্রকৃত প্রস্তাবে সেটাই তাকওয়ার ভিত্তি। তাই হক আদায় করে সিয়াম সাধনা করা উচিৎ। তিনি বলেন, কুরআন নাযিলের মাসে কুরআন সম্পর্কে আমাদের ধারণা সুস্পষ্ট থাকা দরকার। সহীহ তিলাওয়াত করার ব্যাপারে যত্নশীল থাকতে হবে। বুঝা ও মানার ব্যাপারে গাফলতি মোটেও কাম্য নয়। সর্বোপরি কুরআনের বিধান প্রচার, প্রসার ও সর্বক্ষেত্রে প্রতিষ্ঠায় ভূমিকা পালন অনস্বীকার্য। বিজ্ঞপ্তি