কোম্পানীগঞ্জে ২৬৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৪, ৭:৩৮:৪৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬৫ বোতল ফেনসিডিল সহ ১জনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর রাত সাড়ে ৪টায় উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নে অভিযান চালিয়ে হারুন মিয়া উরফে তারুন মিয়াকে (৫৫) আটক করা হয়। এ ঘটনায় ২ জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার মিডিয়া অফিসার মাসুদ আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে এসআই অজয় চন্দ্র রায় সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রামে মাদক উদ্ধার অভিযানে যান। এসময় মাদক ব্যবসায়ীরা মাদক বহন করে নিয়ে যেতে পারে এমন সংবাদ পেয়ে হিংড়া হাওরে অবস্থান নেয় পুলিশ। প্রায় ৩ ঘন্টা সেখানে অবস্থান করার পর রাত সাড়ে ৪টায় ৪ থেকে ৫ জন মাদক ব্যবসায়ী পুলিশের অবস্থান স্থলের উত্তর দিক থেকে আসতে থাকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা ৩টি ভার ফেলে পালানোর সময় হারুন মিয়াকে আটক করা হয়। সে গোয়াইনঘাট উপজেলার গুজারকান্দি(রুস্তমপুর) গ্রামের মৃত আঃ রহিমের পুত্র। এসময় অন্য আসামীরা পালিয়ে যায়। ৩টি ভারে কাপড়ে মোড়ানো ৬টি পুটলা উদ্ধার করা হয়। সেগুলো তল্লাশী করে ২৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। আটক হারুন মিয়াকে জিজ্ঞাসাবাদে সে ও তার সহযোগী আসামীরা বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিল বহন করছিল বলে স্বীকার করেছে বলে জানান প্রেস বিজ্ঞপ্তিতে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, মাদকের প্রসার রোধ এবং মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে বিশেষ গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সিলেট জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে মাদক বিরোধী নিয়মিত অভিযান চালাচ্ছি আমরা। এরই অংশ হিসেবে শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে আটক করা হয়। কোম্পানীগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।