সিলেট প্রেসক্লাব নির্বাচন ১১ পদের বিপরীতে ২৯টি মনোনয়ন ফরম সংগ্রহ
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৪, ৮:১১:০৫ অপরাহ্ন
সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। ১১ পদের বিপরীতে এবার ২৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী ১ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা, প্রত্যাহার ৩ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টা এবং ওইদিন বিকেল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন পরিচালনার দায়িত্ েরয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ব্লাস্ট, সিলেটের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী ও সিনিয়র অ্যাডভোকেট সন্তু দাস। বিজ্ঞপ্তি